কখনও আলো কখনও ছায়া, আবার কখনও মাথার উপর আকাশের মুখ গোমড়া। আবার কখনও অঝোরে বৃষ্টি ঝরছে। শনিবার সকাল থেকে এই ভাবে লুকোচুরির মধ্যেই চরম দুশ্চিন্তা মাথায় নিয়ে পুজো কমিটিকে মণ্ডপ হস্তান্তর করার আগে শেষ পর্যায়ে শিল্পীদের চরম ব্যস্ততা চলছে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে।
দুর্গাপুরের অনেক পুজো কমিটির পক্ষ থেকে শনিবারই দুর্গা পুজোর মণ্ডপ দর্শক সাধারণের জন্য খুলে দেওয়ার কথা। সেই মত পুজো উদ্ধোধনের প্রস্তুতি চলছে শেষ মুহুর্তের। অন্য দিকে কেনাকাটারও শেষ মুহুর্ত। এর মধ্যে বাদ সাধলো বৃষ্টি। শনিবার সকাল আলো ঝলমলে থাকলেও দুপুর গড়াতেই ফের বৃষ্টি শুরু হয়। তাতেই একাধারে শিল্পী, পুজো উদ্যোক্তা ও উৎসব মুখর মানুষের কপালে ভাঁজ পড়েছে।