কর্তৃপক্ষ মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় দুর্গাপুর স্কুল অফ নার্সিং-এর ছাত্রীরা প্রতিবাদে় বৃহস্পতিবার নাসিং স্কুলে বিক্ষোভে ফেটে পড়ে। স্থানীয় কাউন্সিলর রাজীব ঘোষ খবর পেয়ে নাসিং স্কুলে ছুটে এলে রাজীব ঘোষকে ঘিরে ছাত্রীরা বিক্ষোভ দেখায়। ছাত্রীরা অবিলম্বে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনড় থাকে। দুর্গাপুর নার্সিং স্কুলের প্রিন্সিপ্যাল তৃপ্তি মহাপাত্র বলেন, সম্প্রতি দুর্গাপুর মহকুমা হাসপাতালে একটি অস্বাভাবিক শিশুর জন্ম গ্রহণের পর লেবার রুমের ভিডিও নার্সিং স্কুলের এক ছাত্রী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার দায়ে প্রশাসন দোষী সাব্যস্ত করে স্কুলকে সাময়িক বন্ধ করে দেয়। তাছাড়া ছাত্রীদের মোবাইল ব্যবহারে স্কুল কর্তৃপক্ষকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তাই নার্সিং স্কুলে ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Like Us On Facebook