শিল্প নগরী দুর্গাপুর শিল্পের মন্দা বাজারে নিজের ঐতিহ্য হারিয়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো আজ অনাড়ম্বরেই হচ্ছে। দুর্গাপুরে এক সময় বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের উৎসাহ উদ্দীপনা দুর্গা পুজোকেও হার মানাত। শিল্পের মন্দা অবস্থা আসায় একে একে বন্ধ হয়ে যায় শিল্পনগরীর ছোট বড় অনেক কলকারখানা। অর্থনৈতিক চাপে পড়ে শিল্পের সঙ্গে শিল্প দেবতার পুজোও আজ দুর্গাপুরে তার পুরানো জৌলুস হারিয়েছে। রবিবার দুর্গাপুরে হাতে গোনা কয়েকটি কলকারখানায় বড় পুজো ছাড়া বেশির ভাগ ক্ষেত্রে ছোট করে পুজো করতেই দেখা গেল ছোট ও মাঝারি শিল্প ব্যবসায়িদের।
Like Us On Facebook