দুর্গা পুজোর আর ১২ দিন বাকি। অথচ কর্মীদের বোনাস দেওয়ার বিষয়ে কোন হেলদোল নেই দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের, অভিযোগ বিজেপির শ্রমিক সংগঠনের কর্মীদের। বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের অধীন দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের কর্মীরা শুক্রবার সকালে ডিএসপি কারখানার প্রশাসনিক ভবনের সামনে চলতি মাসের ২০ তারিখের মধ্যে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখায়। দাবি মত ২০ তারিখের মধ্যে কর্মীদের বোনাস না দেওয়া হলে বিক্ষোভরত কর্মীরা ২৮, ২৯, ও ৩০ সেপ্টেম্বর বন্ধ ডাকার হুমকি দেন।
Like Us On Facebook