চা বাগানের মানুষ অনাহারে মরছে অথচ মূখ্যমন্ত্রী মেলা খেলায় ব্যস্ত – এই অভিযোগে আজ সারা বাংলায় সিপিআই(এম) বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দুর্গাপুরে শ্রমদফতর অফিসের সামনে আজ সিপিআই(এম)-এর কর্মীরাও বিক্ষোভ প্রদর্শন করেন।
দুর্গাপুর পূর্ব কেন্দ্রের সিপিআই(এম) বিধায়ক সন্তোষ দেবরায় বলেন, “রাজ্য এখন চরম আর্থিক সংকটে ভুগছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী মোচ্ছব করছেন। আমরা এই ব্যর্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি”।