দুর্গাপুরের শোভাপুরে আইকিউ সিটি আবাসনের বহুতল থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হল। বুধবার বিকেলে আইকিউ সিটি আবাসনের একটি বহুতলে কাজ করার সময় হঠাৎই পড়ে যান দুই শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুই শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শ্রমিকরা একত্রিত হয়ে কাজের নিয়োগ কর্তাকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে অবস্থা সামাল দেয়। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত দুই শ্রমিকের নাম বিমল সরকার ও আনন্দ চক্রবর্তী।

Like Us On Facebook