দুর্গাপুরের মেয়ে বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসে সোনা জিতে বিশ্বজয় করল। চলতি বছর আমেরিকার লসএঞ্জেলস-এ ৭ থেকে ১৪ আগস্ট আয়োজিত হয় ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস। এই প্রতিযোগিতার ভারোত্তলনে ৬৩ কেজির বেঞ্চপ্রেস বিভাগে সোনা জেতেন দুর্গাপুরের বেলা ঘোষ। ১৪ আগস্ট দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের বাসিন্দা বেলা ঘোষ ৬৩ কেজির বেঞ্চপ্রেস বিভাগে প্রথম স্থান দখল করে সোনা জয় করে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান পান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগীরা। জানা গেছে বেলা কর্মসূত্রে ঝাড়খণ্ড পুলিশের ভিজিল্যান্স বিভাগে ২৬ বছর কর্মরত রয়েছেন। বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন সেই সূত্রে বেলার বেড়ে ওঠা দুর্গাপুরে। দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে স্বামী দেবব্রত ঘোষ থাকেন। দেবব্রত বাবু এএসপি কারখানায় কর্মরত। বেলাদেবী ও দেবব্রত বাবুর এক সন্তান রয়েছে নাম দ্বৈপায়ন। দ্বৈপায়ন অষ্টম শ্রেণির ছাত্র। বেলার কীর্তি বিদেশের মাটিতে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করায় ঘোষ পরিবারের সঙ্গে খুশি সমগ্র দুর্গাপুরবাসীও। উল্লেখ্য, ২০১৫ সালের বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসে একটি সোনা ও একটি রূপো জিতেছিলেন বেলা ঘোষ।
Like Us On Facebook