দুর্গাপুরের ৩৪ নং ওয়ার্ডের ৪০৪ নং বুথে পুর্ননির্বাচনে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হল। সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় শেষ হয়। ১৩ আগস্ট বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মধ্যে ভোট বন্ধ হয়ে যায় এই বুথে। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। কড়া পুলিশি ব্যবস্থায় কাদা রোড এলাকার এই স্পর্শকাতর বুথে নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার পুনরায় ভোট দেন এলাকার মানুষ। এদিন ফের সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ রুট মার্চ করে এলাকা শান্ত করে দেয়। জানা গেছে এই বুথে মোট ভোটার ১৩৫১জন। ভোট দিয়েছেন ৯০৪ জন। শতাংশের হিসাবে ৬৬.৯১%। শান্তিতে ভোট সম্পন্ন হওয়ায় এলাকার বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলেন। বৃহস্পতিবার ভোট গণনা। দুর্গাপুর গভর্ণমেন্ট কলেজে প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। বিরোধীরা ১৩ আগস্ট ভোট লুঠের প্রতিবাদে ভোট গণনায় কোন এজেন্ট দিচ্ছে না বলে সূত্রের খবর। অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে গননাকেন্দ্রের ভিতরে ও বাইরে।
Like Us On Facebook