মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় ও কমিশনার কস্তুরি সেনগুপ্ত চলতি বছরের উন্নয়ন মূলক কর্মসূচীর তালিকা তুলে ধরেন।
দুর্গাপুর নগর নিগমের অধিন ৪৩টি ওয়ার্ডের সমস্ত রাস্তা ও নিকাশি নালা সংস্কারের কাজ এবং বেশ কিছু নতুন রাস্তা ও নিকাশি নালা নর্মাণের কাজ দ্রুত গতিতে চলছে বলে জানান দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। তিনি আরও জানান দুর্গাপুরের পার্কগুলির সংস্কার করা হচ্ছে এবং ৯২টি কমিউনিটি টয়লেট তৈরি করা হচ্ছে। এছাড়াও বিরভানপুর শ্মশানের রেস্টরুম ও সোনার তরি রেস্টুরেন্টের সংস্কার করা হবে।