ক্রমাগত বোমাবাজির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের এমএএমসির বি১ মোড়ে সিপিএম কর্মীরা পথ অবরোধ করলে এই সময় একই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী প্রচার গাড়ি বেস্টনী ভেদ করে ঢোকার চেষ্টা করলে প্রথমে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ তৃণমূলের প্রচার গাড়িকে অন্য রাস্তা দিয়ে যেতে বললেও পুলিশের কথা না শুনে জোর করে ঢুকতে গেলে সিপিএম কর্মীদের সঙ্গে প্রথমে বচসা এর পর ধস্তাধস্তি তারপর সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। মুহুর্তে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার ওসি সন্দীপ দাস ও দুর্গাপুরের সিআই চন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী আসে এলাকায়। পুলিশ আধিকারিকরা যুযুধান দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। উল্লেখ্য, সিপিএম প্রার্থীর বাড়ির সামনে ক্রমাগত বোমাবাজিতে পুলিশ প্রশাসন নিরব দর্শকের ভুমিকা নেওয়ার অভিযোগে সিপিএম নেতারা বুধবার হুমকি দেয় প্রতিরোধ গড়ে তুলে তৃণমূল কর্মীদের মোকাবিলা করার। রাত পোহাতেই বৃহস্পতিবার পথ অবরোধের মধ্য তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নির্বাচনের পূর্বে সিপিএম কর্মীরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করল বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
Like Us On Facebook