অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল দুর্গাপুর নগর নিগমের ৪৩ নং ওয়ার্ডে অনুগামী তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শনিবার সকালে প্রচার মিছিলে প্রকাশ্যে অংশ নিলেন। এতদিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ইন্ডোর মিটিং-এ তৃণমূলের আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন নেতা ও তৃনমুল প্রার্থীদের সঙ্গে টুকরো টুকরো ছবি সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছিল। কিন্তু সব বির্তকে আরো রসদ জুগিয়ে শনিবার খুল্লম খুল্লা অনুগামীর হয়ে তৃণমূলের মিছিলে হেঁটে যেন বির্তকে ঘি ঢাললেন।
উল্লেখ্য কিছুদিন আগেই বিশ্বনাথবাবুর স্ত্রী রুমা পাড়িয়াল সহ তাঁর অনুগামীরা মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েই দলের প্রার্থী পদের টিকিট পান। কিন্তু বিশ্বনাথ পাড়িয়াল কংগ্রেস বিধায়ক থাকাকালীন তৃণমূলে যোগদান করা আইনের বেড়াজালে কঠিন হয়ে পড়ায় স্ত্রী রুমা পাড়িয়াল সহ আনুগামীদের জেতাতে মরিয়া হয়ে ওঠেন। কয়েকদিনের ইন্ডোর মিটিং-এর পর শনিবার সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে ৪৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন বিশ্বনাথ পাড়িয়াল।
প্রকাশ্যে তৃণমূলের প্রচারে এলেও সংবাদ মাধ্যমের কাছে এখনও মুখ খোলেন নি এই বির্তকিত নেতা। শুক্রবার সকালে বিশ্বনাথ পাড়িয়াল সদ্য প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জীর গ্রাম ভিড়িঙ্গী ঘুরে যান। তৃণমূলের অনুগামীদের নিয়ে ভিড়িঙ্গীর অরবিন্দ পল্লীর ভৈরব মন্দিরে পুজো দেন। মন্দিরে ভক্তিভরে প্রণাম করে অনুগামীদের সঙ্গে বেশ খোশমেজাজে গল্পগুজব করেন। এরপর ২০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী ও তাঁর স্ত্রী তথা ২০ নং ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা অনিন্দিতা মুখার্জীর অনুগামী রমাপ্রসাদ হালদারের সঙ্গে তৃণমূলের অঞ্জলি মুখার্জি নামাঙ্কিত দলীয় কার্য্যালয়ে বেশ কিছুক্ষন সময় কাটান।
সূত্রের খবর, বিশ্বনাথ পাড়িয়াল ২০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রমাপ্রসাদ হালদারকে নির্বাচনী প্রচার সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আসার আগ্রহ দেখান। এদিন বিশ্বনাথবাবুর সঙ্গে কথা বলার জন্য তৃণমূল কর্মীদের মধ্যে হুড়িহুড়ি পড়ে যায়। সদ্য প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জীর সঙ্গে বির্তকিত বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের আদায় কাঁচকলায় সম্পর্ক সকলেরই জানা। রাজনৈতিক ক্ষমতা দখলে গুরু-শিষ্যের লড়াই নিয়ে তৃণমূলের শীর্ষনেতৃত্বও ওয়াকিবহাল। পৌর নির্বাচনের মাঝে শুক্রবার হঠাৎ বিশ্বনাথের ভৈরব দর্শনের নামে গুরু অপূর্ব মুখার্জীর গ্রাম ভিড়িঙ্গী সফরকে কেন্দ্র করে বাজারে নতুন সমীকরণের ব্যাপারে জোর চর্চা চলছে।