নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক এএসআই। জানা গেছে আত্মঘাতী ওই এএসআই-এর নাম নাজিমুদ্দিন শেখ। বয়স আনুমানিক ৩৬ বছর। বীরভুম জেলার রামপুরহাটের বাসিন্দা। বর্তমানে দুর্গাপুর থানার অধীন পৌরসভা ভোটের সিধুকানু স্টেডিয়ামে ইভিএম মেশিনের দেখভালের দায়িত্বে ছিলেন। শনিবার রাতে সিধুকানু স্টেডিয়াম থেকে ডিউটি সেরে বিধাননগর কাউন্টার ইনসারজেন্সি ফোর্সের ক্যাম্পাসে ফিরে নাজিমুদ্দিন বাবু নিজের সার্ভিস রিভালবার থকে মাথায় গুলি চালিয়ে লুটিয়ে পড়েন। এই খবর পেয়ে দুর্গাপুর পুলিশের ডিসিপি অভিষেক মোদী সহ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে নাজিমুদ্দিন শেখ আত্মহত্যা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্জাবে কমান্ডো ট্রেনিং নিতে গিয়ে কিছুদিন আগে নাজিমুদ্দিন শেখ কোমর থেকে পায়ে গুরুতর জখম হন। তাছাড়া বাজারে বেশ কিছু দেনার দায়েও মানসিক অবসাদে ভুগছিলেন ওই এএসআই।
Like Us On Facebook