১০২ বছরের এক বৃদ্ধা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল দুর্গাপুরের শ্যামপুর কলোনীতে। মর্মান্তিক এই খবরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, শ্যামপুর কলোনীর ১০২ বছরের বৃদ্ধা সরস্বতী দাস গত কাল রাতে ঘরের ভিতর একটি বাঁশে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। এই খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কোকওভেন থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত সরস্বতী দেবীর নাতি সুমিত পাল বলেন, দিদিমা তাঁর নিজের কাজ নিজেই করে নিতেন। শারিরীক ভাবে সক্ষম থাকলেও তিন জামাই ও এক মেয়ে মারা যাওয়ার পর মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক ভাবে একলা হয়ে গিয়ে ছিলেন। তাই অবসাদে সুযোগ বুঝে রবিবার রাতে আত্মহত্যা করে নেন। পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।
Like Us On Facebook