আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচনের বামফ্রন্টের ইস্তাহার প্রকাশ করতে ১৫ জুলাই দুর্গাপুরের সৃজনি সভাগৃহে আসছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র। ইস্তাহারে আগামী পাঁচ বছরে সিপিএম সহ বাম দলগুলি ক্ষমতায় দুর্গাপুর পৌরসভায় ফের এলে কি কি উন্নততর নাগরিক পরিষেবা দেবে সেইসব তথ্য দেওয়া থাকবে বলে সিপিএম দলীয় সূত্রে জানা গেছে। তাছাড়া দুর্গাপুর পৌরসভা পরিচালনায় শাসকদলের দূর্নীতি এবং ব্যর্থতাগুলি ছাড়াও পানীয় জল ও নিকাশি নিয়ে অব্যবস্থা, ডেঙ্গু প্রতিরোধে নগর নিগমের ব্যর্থতা সহ অনুন্নয়ন ও শিল্পের মন্দাদশা সহ পাহাড় থেকে সমতল রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি বামফ্রন্টের পক্ষ থেকে এদিন তুলে ধরবেন সূর্য্যকান্ত মিশ্র। তাছাড়া যে ভাবে সিপিএমের নেতৃত্বে বাম দলগুলি গত এক বছর ধরে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে শিল্পশহর দুর্গাপুরকে বাঁচানোর লড়াইকে সামনে রেখে ঘর গুছিয়েছে তাতে ওয়াকিবহাল মহল মনে করছে দুর্গাপুর পুরভোটে বাম ফ্রন্টের ইস্তাহার প্রকাশের সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকাও ওই দিন সূর্য্যকান্ত মিশ্র প্রকাশ করেও চমক দিতে পারেন। প্রার্থী তালিকা তৈরি হয়ে গেলেও স্থানীয় বাম নেতারা তা এখনই প্রকাশ করতে চান না বলে জানান।
এ দিকে শাসকদল তৃণমূল কংগ্রেস গত পাঁচ বছরে দুর্গাপুর পৌরসভার উন্নয়নকে হাতিয়ার করে পৌরসভার নির্বাচনে প্রচারে নামতে পুস্তিকা ছাপাচ্ছে। মানুষের কাছে উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরতে তৃণমূল কংগ্রেস পরিচালিত বিগত বোর্ড কিকি উন্নয়ন করেছে সেই সম্বলিত তথ্য পুস্তিকা আকারে প্রকাশ করবে। পৌরসভা ভোটে প্রচারে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীরা সেই পুস্তিকা বিলি করবে বলে জানা গেছে। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি নিয়ে আসানসোল ও দুর্গাপুরের দলীয় শীর্ষ নেতৃত্বের মধ্যে জোর দ্বন্দ্ব চললেও শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি মেনে সব দ্বন্দ্ব ভুলে পৌরসভা জয়ের লক্ষে সকলে এক হয়ে আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসও প্রার্থী তালিকা প্রকাশ করে দেবে বলে জানা গেছে।