দুর্গাপুর ইস্পাত কারখানায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও ২১ জুন উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস। জেলাজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে যোগ শিবিরের আয়োজন করা হয়। এই সব শিবিরে যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন বয়সের মানুষজন দেহ ও মনকে সুস্থ রাখতে উৎসাহের সঙ্গে যোগ চর্চায় ব্রতী হন।

দুর্গাপুর ইস্পাত কারখানায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল। এদিন ডিএসপি’র পক্ষ থেকে ইস্পাত নগরীতে আয়োজিত একটি যোগ শিবিরে ডিএসপি’র কর্মী এবং তাঁদের পরিবার পরিজনেরা যোগ প্রশিক্ষকদের কাছ থেকে যোগ চর্চার মাধ্যমে নিরোগ থাকার পাঠ নেন।

দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটেও (সিএমইআরআই) পালিত হল তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সিএমইআরআই-এর স্টাফ ক্লাবের অডিটোরিয়ামে যোগ শিবিরের আয়োজন করা হয়। এই যোগ শিবিরের উদ্বোধন করেন সিএমইআরআই-এর ডিরেক্টর ডঃ হরিশ হিরানি। বেলুড় মঠের যোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এই শিবিরে। এখন থেকে নিয়মিত সিএমইআরআই-এর স্টাফ ক্লাবে যোগ চর্চা হবে বলে ঘোষণা করেন ডঃ হরিশ হিরানি। আজকের দিনে সমাজে শান্তি ও সম্প্রীতির জন্য যোগের গুরুত্বের কথাও উল্লেখ করেন তিনি। স্টাফ ক্লাব অডিটোরিয়ামে এদিনের যোগ শিবিরে প্রায় ১৩০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির যোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে বিভিন্ন মুদ্রা ও যোগাসনের অভ্যাস করেন।

আসানসোলের কুলটিতে স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (সেল) ও কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর (সিআইএসএফ) উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে সিআইএসএফ জওয়ান ও সেল-এর কর্মীরা এক অনুষ্ঠানে যোগদান করেন যোগাভ্যাসের জন্য।

সিএমইআরআই-এ পালিত হল তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস
সিএমইআরআই-এ পালিত হল তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস
সিআইএসএফ ও সেল-এর উদ্যোগে পালিত আন্তর্জাতিক যোগ দিবস
Like Us On Facebook