দু’বছরের ফুটফুটে এক শিশুকে পিষে দিল ইনোভা গাড়ি। এই ঘটনায় দুর্গাপুরে ভিড়িঙ্গীর টিকলিয়া পাড়ায় বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার পাড়ার এক পুকুরে স্নান করার সময় ভিড়িঙ্গী টিকলিয়া পাড়ার বাসিন্দা বেবী রাও তাঁর দু’বছরের মেয়ে স্বাতী রাও কে পুকুরের পাড়ে দাঁড় করিয়ে পুকুরে নামেন। ওই সময় স্থানীয় বাসিন্দা ইনোভা চালক দীনেশ মাহাতো ও তাঁর দাদা নিরঞ্জন মাহাতো ইনোভা নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় স্বাতীকে পিষে দেয়। রক্তাক্ত স্বাতীকে দেখে স্বাতীর মা বেবীদেবী পুকুর থেকে উঠে প্রতিবাদ করতে গেলে নিরঞ্জন মাহাতো পালিয়ে গেলেও ইনোভা চালক দীনেশ মাহাতো প্রথমে বেবীদেবীর উপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা ক্ষোভে ফেটে পড়লে বেগতিক দেখে চম্পট দেয় দীনেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে ঘাতক গাড়ির চালক দীনেশ মাহাতো দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জীর গাড়ির চালকের ভাই হওয়ায় মেয়র ও শাসক দলের নাম ভাঁড়িয়ে বেবীদেবীর উপর চড়াও হওয়ায় এলাকার মানুষের ক্ষোভের আগুনে ঘি পড়েছে। সকলেই দোষীর দৃষ্টান্তমুলক শাস্তি চায়।এদিকে রক্তাক্ত স্বাতীকে দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই খবর চাউর হলে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থার সামাল দেয়। দুর্গাপুর থানার পুলিশ ঘাতক গাড়ি সহ ইনোভার চালক দিনেশ মাহাতোকে আটক করেছে। ছোট্ট ফুটফুটে স্বাতীর নির্মম মৃত্যু এলাকার মানুষ মেনে নিতে পারছেন না। গোটা এলাকায় শোকের ছায়া। এদিকে গাড়ির ধাক্কা মারার ঘটনায় শাসক দলের নাম ভাঁড়ানোয় ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দোষীর শাস্তির বিষয়ে আইন আইনের পথে চলবে বলেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর।