অবৈধ অটোর দৌরাত্ম রুখতে বৈধ অটো-চালকরা মঙ্গলবার দুর্গাপুরের মুচিপাড়া সগরভাঙ্গা থেকে দুর্গাপুর স্টেশন গামী সমস্ত অটো হঠাৎ করে বন্ধ করে দেয়। এর ফলে যাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বেআইনি অটো বন্ধের আশ্বাস দিলে ফের অটো পরিষেবা স্বাভাবিক হয়।
Like Us On Facebook