দুর্গাপুরে গ্রাফাইট ইন্ডিয়ার ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল। ১০৭ জন ঠিকা শ্রমিককে তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী গ্রাফাইট ইন্ডিয়ায় নিয়োগ করায় অপর গোষ্ঠীর কর্মীরা সোমবার দুর্গাপুরের অন্যতম ব্যস্ত রাস্তা সগড়ভাঙ্গার মাঝের মোড় সকালে এক ঘন্টা অবরোধ করে রাখে যদিও পুলিশের হস্তক্ষেপে পরে তা তুলে নেয় দলীয় কর্মীরা। এই ঘটনার কথা মন্ত্রী তথা জেলার তৃণমূল কংগ্রসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের কানে পৌঁছনোর সাথে সাথে পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের নির্দেশে গ্রাফাইট ইন্ডিয়ার শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বর্তমান কমিটি ভেঙ্গে দেন গ্রাফাইট কারখানার আইএনটিটিইউসির সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়। প্রভাতবাবু বর্ধমান ডট কমকে বলেন, নিয়ম বর্হিভূতভাবে দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়ায় দলের নাম করে যে ভাবে ঠিকা শ্রমিক নিয়োগ করা হয়েছে তা দল সমর্থন করে না। এলাকায় বিশৃঙ্খলা হয়েছে। মন্ত্রী তথা দলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের নির্দেশে গ্রাফাইট কারখানার সমস্ত কমিটি আমি সভাপতি হিসাবে সোমবারই ভেঙে দিলাম। এই খবর শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। দুই গোষ্ঠী একে অপরকে কাদা ছোড়াছুড়ি শুরু করে দেয়। এদিকে ঘটনা চক্রে সোমবারই তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস নতুন জেলা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও আসানসোলের দলীয় সংগঠন চাঙ্গা করতে কলকাতায় এক বৈঠক ডেকেছেন, তার মধ্যেই ফের নতুন করে গ্রাফাইট কারখানার ঠিকা শ্রমিক নিয়োগকেকে কেন্দ্র করে মাথা চাড়া দিল তৃণমূলের পুরানো গোষ্ঠীদ্বন্দ্ব। এখন দেখার কি ভাবে মুশকিল আসান করেন পর্যবেক্ষক অরূপ বিশ্বাস।
Like Us On Facebook