বাজ পড়ে আহত হল ৬ জন পড়ুয়া সহ এক মিড ডে মিকের রাঁধুনি । বুধবার ঘটনাটি ঘটে লাউদোহার জামগড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে। চিকিৎসার জন্য আহতদের নিয়ে যাওয়া হয় লাউদোহা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
বুধবার অন্যান্য দিনের মতো জামগড়া প্রাইমারি স্কুলে পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন শিক্ষকেরা। বাইরে পড়ছিল বৃষ্টি। বেলা সাড়ে ১২টা নাগাদ আচমকাই সশব্দে বাজ পড়ে স্কুল চত্বরে। বজ্রপাতের জেরে জখম হয় ৬ জন পড়ুয়া সহ বিদ্যালয়ের মিড ডে মিলের এক রাঁধুনি। স্কুল চত্বরে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। খবর পেয়ে শিক্ষকদের পাশাপাশি স্কুলে দৌড়ে আসে স্থানীয় মানুষজনও। তড়িঘড়ি আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন তৃণমূলের দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য সুজিত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
জামগড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল ঘোষ জানান, সকাল থেকেই আকাশে মেঘ ছিল। বৃষ্টিও পড়ছিল, সেই অবস্থাতেই চলছিল পড়ুয়াদের ক্লাস। সাড়ে বারোটা নাগাদ আচমকা সশব্দে বাজ পড়ে। জখম হয় ছ’জন পড়ুয়া সহ চন্দনা বাদ্যকর নামে একজন রাঁধুনি। এরমধ্যে একজন পড়ুয়ার পায়ে আঘাত লাগে। দু’জন সাময়িক জ্ঞান হারায়। শ্বাসকষ্টের কারণে একজন পড়ুয়াকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়ার মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপাতত সব পড়ুয়াই সুস্থ আছে বলে জানান সজলবাবু। ঘটনার খবর পেয়ে স্কুল ও ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমান অভিভাবকরা।