Courtesy IPF

বিশ্বের দরবারে ফের দুর্গাপুর সহ দেশের মুখ উজ্জ্বল করলেন দুর্গাপুরের মহিলা পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায়। ২০ থেকে ২৭ মে‌ দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বেঞ্চপ্রেস চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায়। বিশ্বের ৫০টি দেশের পাওয়ার লিফটাররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রতিনিধিদের মধ্যে দুর্গাপুরের মহিলা পাওয়ার লিফটার সীমাও আছেন।

রবিবার সকালে প্রথমদিনে ক্লাসিক বেঞ্চপ্রেস ইভেন্ট অনুষ্ঠিত হয়। রবিবার মাইনাস এক ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও কঠিন লড়াইকে জয় করে সীমা বিশ্বের বিভিন্ন দেশের পাওয়ার লিফটারদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে প্রথম দিনেই ব্রোঞ্জ পদক জিতে নেন। আগামী বৃহস্পতিবার সীমার পরবর্তী ইভেন্ট ইকিউপড বেঞ্চপ্রেস। প্রথম দিনেই পদক জিতে সীমার যাত্রা শুরু হয়েছে সানসিটিতে। আগামী ইভেন্টগুলিতেও উল্লেখযোগ্য ফল করে সীমার ঝুলিতে আরও পদক উঠে আসবে বলে সীমার ভক্তদের বিপুল প্রত্যাশা।


Like Us On Facebook