দুর্গাপুরের সগড় ভাঙ্গার ২৮ নং ওয়ার্ডে  সিপিএমের ১০০ জন কর্মী বুধবার বিজেপিতে যোগ দিল। বিজেপির রাজ্যনেত্রী রাজকুমারি কেশরী বিজেপির দলীয় পতাকা বুধবার এক পথ সভায় দলত্যাগীদের হাতে তুলে দেন। দলত্যাগী সগড় ভাঙ্গার বালাজীর ৪ নং গেট সংলগ্ন এলাকার বাসিন্দা  ৪০ টি পরিবার এতদিন সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন। বুধবার তাঁরা বিজেপির রাজ্য নেত্রীর উপস্থিতিতে দলীয় কর্মী হিসাবে নাম নথিভুক্ত করেন।