নিঁখোজ পর্বতারোহী পরেশ নাথের দেহ ফিরিয়ে আনার উদ্যোগ নিল রাজ্য সরকার। একই সঙ্গে হাওড়ার বাসিন্দা নিঁখোজ পর্বতারোহী গৌতম ঘোষের দেহও ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের বিশেষ উদ্যোগেই তিন সদস্যের এক বিশেষ উদ্ধারকারী দল মঙ্গলবার কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। উদ্ধারকারী দলের নেতৃত্বে রেয়েছেন যুব কল্যাণ দপ্তরের একজন সচিব। তিনি ইতিমধ্যেই নেপাল সরকারের সঙ্গেও একপ্রস্থ আলোচনা সেরেছেন বলে সূত্রের খবর। নিঁখোজ দুই পর্বতারোহী কে উদ্ধার কার্যে অভিজ্ঞ শেরপাদের কাজে লাগানো হচ্ছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত নিঁখোজ পর্বতারোহী গৌতম ঘোষের দেহ চিহ্নত করা যায় নি কিন্ত পরেশ নাথের দেহ যেহেতু চিহ্নিত করা গেছে সম্ভত পরেশ নাথের দেহ সামনের সপ্তাহে ফিরিয়ে আনার সম্ভব হলেও হতে পারে বলে খবর। দুর্গাপুরের গর্ব এভারেস্টজয়ী পরেশ নাথের নিথর দেহ একবছর পর বাড়ি ফিরবে তাই শেষ শ্রদ্ধা জানাতে অধীর আগ্রহে যেমন অপেক্ষায় রয়েছেন পরেশ নাথের স্ত্রী ও এক মাত্র সন্তান তেমনই শ্রদ্ধা জানাতে অপেক্ষায় রয়েছে দুর্গাপুরের সমস্ত মানবিক মুখ।
উল্লেখ্য, ২০১৬’র ২১ মে পেশায় দর্জি পরেশ নাথ এভারেস্ট জয় করতে এভারেস্ট পর্বত শিখরে ওঠেন। ৮৮৪৮ মিটার এভারেস্ট জয়ের পর ফেরার সময় প্রাকৃতিক দুর্যোগে পড়ে পরেশ নাথ নিখোঁজ হয়ে যান। দলের অন্যান্যরা বাড়ি ফিরলেও এভারেস্টজয়ী পরেশ নাথের আর বাড়ি ফেরা হয়নি।