রবিবার রাতে দুর্গাপুরে এক পাথর খাদান ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো। তবে বরাত জোরে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লাগায় প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যবসায়ী। দাবি দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে নটা নাগাদ দুর্গাপুরের অভিজাত এলাকা অম্বুজা আবাসনের ২৫ নম্বর স্ট্রিটের ২ নম্বর আবাসনে ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষ গুলির শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্গাপুর পূর্বের এসিপি তথাগত পান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ‘অম্বুজায় বাড়ি ভাড়া নিয়ে অফিস চালান খাদান ব্যবসায়ী ব্যবসায়ী লোকেশ সিংয়ের ভাই রীতেশ সিং। রীতেশ সিংদের পরিবারের খাদান, কয়লা ট্রান্সপোর্ট ব্যবসা রয়েছে। রবিবার রাতে যখন রীতেশ সিং তাঁর অফিসে একাই ছিলেন, তখন খাদান ব্যবসায়ী রীতেশ সিংকে লক্ষ্য করে হঠাৎ দু’রাউন্ড গুলি চলে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লাগে। এরপর বাইকে করে দুষ্কৃতিরা চলে যায়।’
এসিপি তথাগত পান্ডে বলেন, ‘এলাকার সিসি ক্যামেরার ছবি দেখে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে এখনই এর থেকে বেশী কিছু বলা সম্ভব নয়।’ ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। শহর জুড়ে দুষ্কৃতি ধরতে নাকা চেকিং শুরু হয়। ঘটনার পর আতঙ্কিত খাদান ব্যবসায়ী রীতেশ সিংকে পুলিশ কড়া নজরদারিতে গাড়িতে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। উপস্থিত সাংবাদিকদের সামনে ঘটনা নিয়ে কোন রকম কিছু বলেননি রীতেশ সিং। এই ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এলাকায় পুলিশের কড়া নজরদারি চলছে।