দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতাল ক্যাম্পাসে রবিবার রাতে একটি চার চাকা গাড়ি গাছ ও ল্যাম্প পোস্টে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আইকিউ সিটি হাসপাতালের তৃতীয় বর্ষের এক ছাত্রের। এই ঘটনায় আরও এক তৃতীয় বর্ষের ছাত্র ও এক মেডিক্যাল ইন্টার্ন আহত হন। জানা গেছে, গাড়ির এতটাই গতি ছিল যে গাড়ির ধাক্কায় তিনটি গাছ ও একটি ল্যাম্প পোস্ট ভেঙ্গে পড়ে যায়। মৃত তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার নাম অনঘ মান্না (২৩) মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গেছে। আশঙ্কাজনক আরও এক ডাক্তারি পড়ুয়া নীলাভ রায় ও ইন্টার্ন স্বপ্নীল বোরা। জানা গেছে, তাঁরা কলেজের হস্টেলে থাকতেন না। বাইরে ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ ও কলেজ সুত্রে জানা গেছে, রবিবার মাঝ রাতে দুর্গাপুরের ভাড়া বাড়ি থেকে ডাক্তারি পাশ করা স্বপ্নীল বোরার গাড়িতে করে ওই বেসরকারি হাসপাতালে আসছিলেন। গাড়ির গতি এতটাই বেশী ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মেরে তিনটি গাছ ও একটি ল্যাম্প পোস্ট ভেঙে ফেলে। নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি ছুটে আসেন এবং দুর্গাপুর থানার পুলিশকে খবর দেন। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা অনঘ মান্নাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় অন্য দু’জন চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে সহপাঠীদের মধ্যে। আইকিউ সিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. গৌতম ঘোষ বলেন, ‘তিনজনই কলেজের হস্টেলে থাকতো না। বাইরে থাকতো। কলেজের হোস্টেলে থাকলে বিনা অনুমতিতে মেডিক্যাল পড়ুয়াদের রাতে কলেজ ক্যাম্পাসের বাইরে বের হতে দেওয়া হয় না।’