বাড়িতে ট্রাঙ্কের মধ্যে থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হল। জানা গেছে, মৃত মহিলার নাম রেখা মন্ডল। বেনাচিতির পাওয়ার হাউস বস্তির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ তারিখ রাতে শেষ বার দেখা গিয়েছিল রেখা মন্ডলকে। দুর্গাপুরের বেনাচিতি বাজারের শালবাগান রোডের একটি কাপড়ের দোকানে কাজ করতেন তিনি, প্রতিবেশীরা ভেবেছিলেন হয়তো কাপড়ের দোকানে কাজের চাপে ঘরে ফিরতে পারেননি। কিন্তু রাত পর্যন্ত রেখা ঘরে না ফেরায় শুরু হয় খোঁজাখুজি, কাপড়ের দোকান থেকেও বলা হয় রেখা দোকানে আসেননি। এরই মধ্যে রেখার বাড়ি থেকে গন্ধ আসতে শুরু করে, সবাই ভেবেছিলেন হয়তো ঘরে ইঁদুর মরেছে, কিন্তু ঘরের ট্রাঙ্কের সামনে থেকে দুর্গন্ধ আসায় সন্দেহ হয় স্থানীয়দের। ট্রাঙ্ক খুলতেই রেখার মৃতদেহ দেখতে পান সবাই। সঙ্গেসঙ্গে দুর্গাপুর থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় মৃতদেহ। রেখার স্বামী সুভাষ মন্ডল পেশায় রাজমিস্ত্রি, তিনি পলাতক। এইদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর জোন তথাগত পান্ডে। আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক জানান, সুভাষের খোঁজ করছে পুলিশ। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। জানা গেছে, রেখার স্বামী সুভাষ মন্ডল প্রতিদিনই মদ খেয়ে ঘরে ঢুকতেন। রেখা মন্ডলের দশ বছরের একটি সন্তান রয়েছে, প্রতিদিন রাতে পাশেই দাদু ঠাকুমার কাছে শুতে যেত সে, ২৭ তারিখ রাতেও মা-বাবার সাথে রাতের খাওয়া সেরে দাদু ঠাকুমার কাছে শুতে গিয়েছিল সে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।