টেট পরীক্ষার সময় রাস্তায় কোন অবরোধ যাতে না হয় সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল আগে থেকেই। কিন্তু পুলিশের গাড়ি নিয়ে নাকাচেকিংয়ের নামে গাড়ি চালকদের হেনস্থা ও তোলাবাজির অভিযোগে ধুন্ধুমার কান্ড ঘটলো দুর্গাপুরের বেনাচিতিতে। রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতির নাচন রোডের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনের ঘটনা। বাইক আরোহী টাকা দিতে না চাওয়ায় তাঁকে টেনে হিঁচড়ে মারধোরের অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে, এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন এবং এর প্রতিবাদে রবিবার সকালে নাচন রোডের উপর বাঁশ দিয়ে পথ অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে এবং দোষী পুলিশ ও পুলিশের গাড়ি চালকের বিরুদ্ধে শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রতিদিন বাজার এলাকায় ক্রেতাদের হেনস্থা করার অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ীরাও সরব হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসরে নামে। পুলিশ আধিকারিকরা দোষীদের বিরূদ্ধে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকসার বামুনাড়ার বাসিন্দা উত্তম রুইদাস তাঁর মেয়েকে নিয়ে বেনাচিতিতে এসেছিলেন। নাচন রোডের উপর এ-জোন ফাঁড়ির পুলিশ তাঁর বাইক আটকে গাড়ির কাগজপত্র দেখতে চায়। অভিযোগ, পুলিশ আধিকারিক নয়, পুলিশের গাড়ির চালক তাঁর কাগজপত্র দেখতে চাইলে, উত্তমবাবু সব কাগজপত্র দেখান। অভিযোগ, এরপর পুলিশের গাড়ির চালক তাঁর কাছে ৫০০টাকা দাবি করে। তিনি তা দিতে অস্বীকার করায় পুলিশের গাড়ির চালক উত্তমবাবুকে মারধর করে এবং তাঁর বাইকের কাগজপত্র ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এরপর গাড়ির চালক তাঁকে টানতে টানতে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে বলে উত্তম রুইদাস ও স্থানীয় মানুষের অভিযোগ। সেইসময় নিজের মোবাইলে সেই ছবি তোলার চেষ্টা করলে তাঁর মোবাইল পুলিশ কেড়ে নেয় এবং গাড়িতে কর্তব্যরত এক অফিসারও উত্তমবাবুকে মারধোর করেন বলে অভিযোগ।
এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় পথচলতি মানুষ ও ব্যাবসায়ীরা। আহত উত্তম রুইদাসকে নিয়ে পথ অবরোধ শুরু করে দেয় আমজনতা। মুহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে বেনাচিতি বাজারে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায়ই পুলিশের গাড়ি বাইক আরোহী ও গাড়ি চালকদের কাগজপত্র দেখার নামে হেনস্থা করে থাকে। খবর পেয়ে দুর্গাপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকের সাথেও বচসা বেধে যায় স্থানীয় ব্যবসায়ীদের। অবশেষে আহত উত্তম রুইদাসের চিকিৎসার ব্যবস্থা করেন ওসি এবং দোষী গাড়ি চালকের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ক্ষোভ শান্ত হয়। ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা অবরূদ্ধ হয়ে পড়ে বেনাচিতি এলাকা।