ট্রাকের সঙ্গে ডাব বোঝাই মোটর ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ভ্যানে আরোহী ছেলের। গুরুতর আহত হয়েছেন ভ্যানোর চালক বাবা শ্রীকান্ত মালিক। মৃত ছেলের নামে ইন্দ্রজিত মালিক (১৮)। আহত শ্রীকান্ত মালিক জানিয়েছেন, শনিবার সকালে জামালপুরের সুজিপুর থেকে মোটরভ্যানে ডাব বোঝাই করে নিয়ে তিনি ও তাঁর ছেলে বিক্রি করার জন্য আসছিলেন বর্ধমান শহরে। মেমারির কানাইডাঙা সেতুর কাছে ২ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক পাশ দিয়ে যাওয়ার সময় ভ্যানের গায়ে ধাক্কা লাগে। চলন্ত অবস্থায় ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন শ্রীকান্ত মালিক ও ইন্দ্রজিৎ মালিক। আশপাশের কিছু মানুষ ছুটে আসেন। আসে টহলরত পুলিশের গাড়িও। দ্রুত আহত দু’জনকে নিয়ে আসা হয় অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে ইন্দ্রজিৎ মালিককে মৃত বলে জানান চিকিৎসকরা। শ্রীকান্তবাবু প্রাণে রক্ষা পেলেও তাঁর মাথায়, হাতে ও পায়ে চোট লেগেছে।
Like Us On Facebook