সদ্য প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। সারা বিশ্ব শোকের ছায়া। দুর্গাপুরের সঙ্গেও রানি এলিজাবেথের সম্পর্ক ছিল। দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরির সময়ে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ দুর্গাপুরে এসেছিলেন একবার। সেই ছবি রয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে। সোশ্যাল মিডিয়ায় দৌলতে সেই ছবি আজ ভাইরাল হয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানার আর্কাইভ থেকে জানা গেছে, ১৯৫৯ সালে ব্রিটিশ সরকারের সহযোগিতায় দুর্গাপুরে তৈরি হয় দুর্গাপুর ইস্পাত কারখানা। ১৯৬১ সালে রানি এলিজাবেথ ভারত ভ্রমণে এসে দুর্গাপুর ইস্পাত কারখানা পরিদর্শন করতে আসেন। সেদিন প্রচুর মানুষ রানিকে দূর থেকে দেখেছিলেন। সঙ্গে এসেছিলেন ভারতের তৎকালীন ইস্পাত মন্ত্রী শরণ সিং। দুর্গাপুর ইস্পাত কারখানা সূত্রে জানা গেছে, সেই সময় রানি এলিজাবেথ দুর্গাপুর ইস্পাত কারখানার নকশা ও কারখানার মডেলটিকে নিজের হাতে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন।