শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন থেকে বিপুল পরিমাণে নগদ টাকা সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মূল চাঁদ। তিনি মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে হাওড়া যাচ্ছিলেন। ট্রেন দুর্গাপুর স্টেশনে থামলে তিনি ট্রেন থেকে নেমে যান। হাতে একটি ব্যাগ নিয়ে চার নম্বর প্লাটফর্ম ঘোরাঘুরি করছিলেন বলে জানা গেছে। সন্দেহ হওয়ায় রেল পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞেসাবাদ করে। ব্যাগে তল্লাশি করে দেখা যায় প্রচুর পরিমাণে টাকা রয়েছে। তৎক্ষণাৎ রেল পুলিশ মূল চাঁদ নামে ওই ব্যক্তিকে জিআরপির হাতে তুলে দেয়। রাতে তাঁকে নিয়ে আসা হয় অন্ডাল জিআরপিতে। তলব করা হয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের। তাঁরা টাকা গোনার মেশিন নিয়ে আাসেন। মেশিনে টাকা গুনে দেখা যায় ৩৬ লাখ টাকা আছে। গ্রেফতার করা হয় মূল চাঁদকে। পুলিশি জেরায় ধৃত মূল চাঁদ জানিয়েছেন, তাঁকে টাকা ভর্তি ব্যাগ হাওড়া স্টেশনে পৌঁছে দিতে বলা হয়েছে। পুলিশ টাকা বাজেয়াপ্ত করেছে। শনিবার সকালে ধৃত মূল চাঁদকে আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃত ব্যক্তিকে জেরা করে আরও অনেক তথ্য মিলতে পারে, তাই ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে শনিবার আদালতে হাজির করা হয়।