গত দু’বছর করোনার কারণে রথের চাকা ঘোরেনি। কিন্তু এবার দুর্গাপুরে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে ও ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব এবছর সাড়ম্বরে পালিত হচ্ছে। ইস্কন মন্দিরের রথ স্টিল টাউনশিপের নেতাজী সুভাষ রোড থেকে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে অস্থায়ী ইস্কন মন্দিরে এসে পৌঁছয়। বহু ভক্ত রথের দড়িতে টান দেন। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদার এদিন আরতি করে ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসবের সূচনা করেন। অগণিত ভক্ত এর পরেই রথের দড়িতে টান দিলে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ নেতাজী সুভাষ রোডের ইস্কন মন্দির থেকে চতুরঙ্গ মেলা ময়দানের উদ্দেশ্যে রওনা দেয়। চতুরঙ্গ মেলা ময়দানে সাতদিন রথে অধিষ্ঠিত থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তারপর ফের উল্টো রথে নেতাজী সুভাষ রোডের ইস্কন মন্দিরে ফিরবেন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ বলে ইস্কন মন্দির কর্তৃপক্ষ জানান। অন্যদিকে, রাজেন্দ্রনাথ অ্যাভিনিউর জগন্নাথ মন্দির থেকে রথ চিত্রালয় মেলা ময়দানের পৌঁছয়। সাতদিন চিত্রালয় মেলা ময়দানে রথ থাকেবে। এবং এখানেই মেলা চলবে সাতদিন ধরে। এদিন প্রবল বৃষ্টির মধ্যেই রথের দড়িতে টান দেন অগণিত ভক্ত।


Like Us On Facebook