বর্ধমান-হাওড়া কর্ড শাখার পাল্লারোড স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আদিবাসী পাড়ার গ্রাম্যরাস্তাতে রেল প্রাচীর তুলে দেওয়ার আশঙ্কা ও রেলের জায়গার বাইরে থাকা দোকান ঘরও ভেঙে দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। তারই প্রতিবাদে রেল অবরোধে সামিল হলেন স্থানীয় মানুষজন। বুধবার সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত রেল অবরোধ চলে। আটকে পড়ে বর্ধমান-হওড়া ডাউন শাখার লোকাল ট্রেন। অফিস টাইমে হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। পরে আরপিএফ ও জিআরপির আধিকারিকদের আশ্বাসে ওঠে অবরোধ।
Like Us On Facebook