হকারদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে শনিবার সন্ধ্যা ৫ টা ৩০ থেকে ৬টা ৩০ পর্যন্ত গাংপুর স্টেশনে রেল অবরোধ করল জাতীয় বাংলা সম্মেলনের সদস্যভুক্ত হকাররা। এই ঘটনায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। বর্ধমান-হাওড়া মেন ও কর্ড লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়।

জাতীয় বাংলা সম্মেলনের হাওড়া ডিভিশনের সম্পাদক নাদিম হোসেন মল্লিক জানিয়েছেন, প্রতিদিনই রেলের আরপিএফ হকারদের ধরে তাঁদের নামে মিথ্যা কেস দিচ্ছে। অথচ ২০১৪ সালের ভেন্ডিং আইন অনুযায়ী হকারি জন্মগত অধিকার। কিন্তু রেলের খাতায় এই আইন লাগু নেই। তাঁদের দাবি, রেলের ক্ষেত্রেও এই আইন বলবৎ করতে হবে। শক্তিগড় স্টেশনে আটকে পড়ে আপ হাওড়া-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস। প্রায় ৩৪ মিনিট আটকে ছিল রাজধানী এক্সপ্রেস। হাওড়া-বর্ধমান মেন ও কার্ড শাখার আপ ও ডাউনের একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে।

Like Us On Facebook