বিশ্ব নারী দিবস উপলক্ষে দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভিড়িঙ্গী গার্লস হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীদের মঙ্গলবার পানীয় জল, চকলেট, পেন ও মাস্ক দেওয়া হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখী তিওয়ারি ও সাংগঠনিক দুর্গাপুর ২ নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সিং সহ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। ভিড়িঙ্গী গার্লস হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে প্রায় ১৭৬ জন পরীক্ষার্থীর হাতে পানীয় জল, চকলেট তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের মধ্যেমে নারী দিবস উপলক্ষে ছাত্রীদের সন্মানিত করা হয়।
Like Us On Facebook