দুর্গাপুরের সায়ন ধীবর সোনি টিভির ছোটদের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সুপারস্টার সিঙ্গার ২'(Superstar Singer 2) -এ প্রথম ১৬ জনে জায়গা করে নিল। করোনা আবহে অনলাইনে বেঙ্গল সার্কেলে প্রাথমিক পর্যায়ে যে অডিশন হয় গত মাসে সেই অডিশন অনুযায়ী সফল হয়ে সায়ন ধীবর মুম্বাই রওনা দেয়। জানা গেছে, ৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে চুড়ান্ত পর্যায়ের অডিশনে ‘মওলা মেরে মওলা’ গানটি গেয়ে নির্বাচকদের হৃদয় জয় করে নেয় সায়ন ধীবর। এরপরেই সুপারস্টার সিঙ্গার ২-এর প্রথম সারিতে জায়গা করে নেয় দুর্গাপুরের সায়ন। জানা গেছে, প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ের সুটিং খুব শিগগিরই শুরু হবে।
সায়ন ধীবর দুর্গাপুর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। দুর্গাপুরের বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা। অল্প বয়সে বাবাকে হারিয়েছে। আর্থিক অসুবিধার মধ্যেই মা রুমা ধীবর অতিকষ্টে ছেলে সায়নকে বড় করেছেন। পড়াশোনার সঙ্গেই গান চর্চা সাধ্যমত চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সায়নের সঙ্গীত প্রতিভার কথা জেনে সায়নের পাশে দাঁড়িয়েছেন স্কুল শিক্ষক বিশিষ্ট সমাজসেবক চিরঞ্জীত ধীবর। চিরঞ্জীত ধীবর জানান, সায়ন ও তার মায়ের আর্থিক দুরাবস্থার কথা জেনে আমি সাধ্যমতো ওদের পাশে থাকার চেষ্টা করছি। আমি সায়নের গানের গলা শুনে ওকে সোনি টিভির জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সুপারস্টার সিঙ্গার ২ তে অডিশন দেওয়ার ব্যবস্থা করি। চুড়ান্ত পর্যায়ের অডিশনে নির্বাচকদের সামনে ‘মওলা মেরে মওলা’ গানটি গেয়ে তাঁদের মুগ্ধ করে সায়ন প্রতিযোগিতার প্রথম সারিতে সুযোগ পেয়েছে। খুব শিগগিরই প্রতিযোগিতার সুটিং শুরু হবে।
চিরঞ্জীত ধীবর বলেন, ‘আমি নিজে সায়নের জন্যই মুম্বাই এসেছি। তাছাড়া দুর্গাপুরের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ সায়নকে আর্থিক সাহায্য করেছেন মুম্বাই আসার জন্য।’ যারা সায়নের পাশে দাঁড়িয়েছেন সায়নের মা রুমা ধীবর তাঁদের সকলকেই কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে দুর্গাপুরের স্কুল শিক্ষক চিরঞ্জীত ধীবরকে কৃতজ্ঞতা জানিয়ে রুমাদেবী বলেন, ‘চিরঞ্জীতবাবু আমাদের পাশে না দাঁড়ালে সায়ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিতে মুম্বাই আসতে পারত না। খুব শিগগিরই সুটিং শুরু হবে।’ সোনি টিভির জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে সায়ন সুযোগ পাওয়ায় খুশি দুর্গাপুরের মানুষ। সায়নের সাফল্য কামনা করছেন আপামর দুর্গাপুরবাসী।