করোনা সংক্রমণ বাড়ায় দুর্গাপুরের বিভিন্ন এলাকায় কনটেনমেন্ট জোন ঘোষণা করল দুর্গাপুর পৌরসভা। দুর্গাপুরে গত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। সংক্রমণ ঠেকাতে দুর্গাপুর পৌরসভার স্বাস্থ্য দফতর শনিবার এক বিজ্ঞপ্তিতে দুর্গাপুরের কিছু এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে। জানা গেছে, এইসব এলাকার বাসিন্দাদের কয়েকদিন স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে থাকতে হবে এবং বাইরে থেকে আগতদের উপর যাতাযাতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে দুর্গাপুরের স্টিল টাউন শিপ এলাকা ১০ নং ওয়ার্ডের অশোক আ্যাভিনিউ, শিবাজী রোড এবং রানা প্রতাপ রোডের সমস্ত রাস্তা। ২২ নং ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুরের সিটি সেন্টারের উদয়শঙ্কর বিথী, অম্বুজা আবাসন এলাকা, রিকল পার্ক, সেন্ট্রাল পার্কের সমস্ত রাস্তা। তাছাড়া রোকেয়া বেগম পথ, ইমনকল্যাণ সরণির সমস্ত স্ট্রিট। শিল্প কানন বি১৬, শিল্প কানন ফেজ থ্রী এবং দুর্গাপুরের ২৭ নং ওয়ার্ডের অন্তর্গত সালানপুরিয়া আবাসন এলাকা কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এদিকে, দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তার নেতৃত্বে দুর্গাপুরে পুলিশ সমস্ত বাজার এলাকায় করোনা সচেতনতায় প্রচার চালিয়ে যাচ্ছেন।