রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, জারি হয়েছে কঠোর বিধিনিষেধ, তারই মধ্যে দুর্গাপুরে চলছে কল্পতরু মেলা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গতকাল ১ জানুয়ারি দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন ময়দানে শুরু হয়েছে কল্পতরু মেলা। ১০ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে বলে জানান মেলার উদ্যোক্তারা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই বলেন, ‘করোনা সংক্রমণ যখন বাড়ছে তারই মধ্যে কল্পতরু মেলা করা এবং প্রথম দিনে উপচে পড়া ভিড় উদ্বেগ বাড়াচ্ছে। তৃণমূল শুধুমাত্র টাকা উপার্জনের জন্য এই মেলা করছে।’ যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, রাজ্য সরকারের সমস্ত বিধিনিষেধ মেনেই মেলা হচ্ছে। সরকার মেলা বন্ধের কোন নির্দেশিকা দিলে বন্ধ করা হবে মেলা।
Like Us On Facebook