আজ ১ জানুয়ারি, ইংরেজি নববর্ষের দিন দুর্গাপুরের বিভিন্ন এলাকায় করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের মধ্যে ছিল পিকনিকের আমেজ। দুর্গাপুরের দামোদর ব্যারেজ ,হুচুক ডাঙার জলাশয় এলাকায় শনিবার সকাল থেকে মানুষের ঢল নামে। দুর্গাপুরের সিটি সেন্টারের আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক, কুমার মঙ্গলম পার্কেও পিকনিকের আমেজ দেখা যায়। সিটি সেন্টারের জাংশন মল, বেনাচিতির ফরচুন মল, সম্মিলনী মলেও মানুষের ঢল নামে। নতুন বছরের প্রথম দিনে শহর জুড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দুর্গাপুরের মানুষ। তবে করোনা বিধি এদিন কার্যত লাটে ওঠে। পিকনিক স্পট থেকে শপিং মল, পার্ক কোথাও সেভাবে স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়ে মুখে মাস্ক ব্যবহার করা বা সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা যায় নি কাউকে। যদিও শনিবার সকাল থেকে দুর্গাপুরের সিটি সেন্টার, বেনাচিতি এলাকায় পুলিশ করোনা সতর্কতায় মাইকিং করে চলেছে। দুর্গাপুর পুরসভার পক্ষ থেকেও শনিবার করোনা নিয়ে সতর্ক করতে মাইকিং করা হয়।