নিজের রুজিরোজগারের একমাত্র ভরসা রিক্সা, আর সেই রিক্সা চালিয়ে সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরছেন কলকাতার নাকতলার বাসিন্দা সত্যেন দাস। জল বাঁচাতে সচেতনতার বার্তা, গ্লোবাল ওয়ার্মিংয়ের সচেতনতায় সামাজিক বার্তা দিতে তাঁর রিক্সা ভ্রমণ ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কাশ্মীর থেকে কন্যাকুমারী তিনি অবলীলায় রিক্সা নিয়ে ছুটে যান। এবার আগস্ট মাসে সত্যেন দাস সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সিয়াচিন বর্ডার পর্যন্ত রিক্সা চালিয়ে যান। কলকাতা ফেরার পথে বৃহস্পতিবার দুর্গাপুরে তাঁকে সম্বর্ধনা দেন দুর্গাপুরের বিভিন্ন সংগঠন। দুর্গাপুরের ফার্টিলাইজার-এর এবিসিডি ক্লাবের নেতৃত্বে বিভিন্ন সামাজিক সংগঠন মিলিতভাবে সত্যেন দাসকে উষ্ণ সম্বর্ধনা দেয়। এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিরা। সম্বর্ধনা গ্রহণ করে সত্যেন দাস বলেন, ‘ইচ্ছা থাকলে যে কোন বাধা যে পার করা যায়, সেটা আমি এই সামান্য রিক্সা চালিয়ে ভারত ভ্রমণ করে বুঝতে পেরেছি।’ এবিসিডি ক্লাবের কর্মকর্তা সুমন্ত মিশ্র বলেন, ‘সত্যেনবাবুর কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি প্রমাণ করেছেন শত বাধা সত্বেও ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা এইরকম একজন গুনী মানুষকে সম্বর্ধনা দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।’