কয়েক বছর আগে রাজ্য সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে তৈরি হয় পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি গ্রামের ইকোপার্ক। এই ইকোপার্ককে ঘিরে খনি অঞ্চলের মানুষের স্বপ্ন অনেক। কেননা খনি অঞ্চলের মানুষদের কাছে পার্ক বলতে ছিল দুর্গাপুরের পার্কগুলি। সেখানে খনি অঞ্চলের সব শ্রেণীর মানুষ পৌঁছাতে পারতেন না। খনি অঞ্চলের মানুষদের ছোট ছোট ছেলেমেয়েরা পার্কের বিনোদন থেকে ছিল বঞ্চিত। এরপর সরকারি উদ্যোগে তৈরি হয় এই ইকোপার্কটি।
কয়েক একর জায়গা নিয়ে কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই পার্কটি। পার্কের উন্নয়নের কাজ এখনও চলছে। নানান ভাবে সাজিয়ে তোলা হচ্ছে পার্কটিকে। সুন্দর গ্রাম্য পরিবেশে রয়েছে বসার জায়গা। রয়েছে ছোট ছোট ছেলে-মেয়েদের বিনোদনের জন্য বিভিন্ন ধরণের খেলার জিনিস। সেচ দফতরের উদ্যোগে পার্কের মধ্যে খনন করা হয়েছে দুটি পুকুর। যার চারিপাশ সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা।
এই পার্ক সম্পর্কে পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, শুধু সরপি নয় সম্পূর্ণ পাণ্ডবেশ্বর বিধানসভাকে সুন্দরভাবে সাজানো হবে। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই ইকোপার্কটিতে কটেজ তৈরি করা হচ্ছে, যাতে বাইরে থেকে অতিথিরা এসে ভালোভাবে থাকতে পারেন। পার্ক প্রসঙ্গে দুর্গাপুর-ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জী জানান, এই পার্কের এখনও অনেক কাজ বাকি আছে, যেগুলো খুব শীঘ্রই সম্পূর্ণ করা হবে। সুজিতবাবু বলেন, ‘বর্তমানে এই পার্কে একটি গেস্টহাউস রয়েছে, আছে ছয়টি রুম, যেখানে বাইরে থেকে এই ইকোপার্কে আসা অতিথিরা ভালোভাবে থাকতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা রয়েছে পানীয় জলেরও।’ এছাড়াও সুজিতবাবু বলেন, ‘আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে পার্কের গেস্ট হাউসটিকে দো’তলা করা, যাতে করে আরও বেশী সংখ্যক অতিথি একসাথে পার্কে এসে থাকতে পারেন।’ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে পিকনিক সিজন, পিকনিক সিজনের আগেই পার্কটিকে সুন্দর রূপ দেওয়ার চূড়ান্ত চেষ্টা চলছে বলে জানা গেছে।