শিল্প চাই, নির্দিষ্ট সময়ে দুর্গাপুর পৌরসভার নির্বাচন, আইন শৃঙ্খলার উন্নতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সহ একগুচ্ছ দাবি নিয়ে রবিবার দুর্গাপুরের এমএএমসি বি-২ মাঠ থেকে দুর্গাপুরের সিপিআইএম কর্মীরা এক বাইক মিছিল বের করেন। এই বাইক মিছিল ফুলঝোড়, অমরাবতি, এবিএল, ডিপিএল, বীরভানপুর হয়ে দুর্গাপুর স্টেশনে শেষ হয়। একই দিনে দুর্গাপুরের ভিড়িঙ্গী থেকে প্রান্তিকা পর্যন্ত সিপিআইএম এবং কংগ্রেস কর্মীরা যৌথভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিশাল সম্প্রীতি মিছিল বের করেন।