গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় কোকওভেন থানা অন্তর্গত সুকুমার নগর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে কোকওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম অভিজিৎ সরকার ওরফে ঝন্টু। শ্যামপুরে ভাটা এলাকার বাসিন্দা। গতকাল ওড়িশা থেকে বাসে করে দুর্গাপুর ফেরেন, সঙ্গে ছিল দুটি ট্রলি ব্যাগ। ধৃতের থেকে প্রায় ৩১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। আজ, বৃহস্পতিবার ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতে চেয়ে আসানসোল কোর্টে পেশ করে কোকওভেন থানার পুলিশ।
Like Us On Facebook