শনিবার বিহারের মুজাফফরপুর থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত বালি মাফিয়া পারভেজ আলম সিদ্দিকীকে। রবিবার তাঁকে দুর্গাপুর কোর্টে তোলে পুলিশ। জানা গেছে, দুর্গাপুরের বেনাচিতির নঈম নগরের বাসিন্দা পারভেজ আলম সিদ্দিকী। পারভেজ সিদ্দিকীর বিরুদ্ধে অবৈধ বালি কারবারের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল, পাণ্ডবেশ্বর এবং ফরিদপুর থানায় বালি চুরির অভিযোগ দায়ের হওয়ার পর পারভেজ আলম সিদ্দিকী ফেরার হয়ে যায়। বীরভূম জেলাতেও তিনি অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
সূত্রের খবর, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা পুলিশ শনিবার সন্ধ্যায় বিহারের মুজাফফরপুর থেকে তাঁকে গ্রেফতার করে। তাঁর নামে ১৩৩/২১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে সুজয় পাল ওরফে কেবু নামে এক বালি মাফিয়াকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সুজয় পালের সহযোগী হিসাবে পারভেজ আলম সিদ্দিকীর নাম উঠে আসে। পাশাপাশি অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত আরও বেশ কয়েকজন ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ।