দুর্গাপুরে ১৩ নম্বর ওয়ার্ডের মেনগেট এলাকায় তামলা নালা থেকে শুক্রবার সকালে একটি কয়েক মাসের পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী মৃতদেহ দেখে পুলিসে খবর দেন। ঘটনাস্থলে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, ওই সদ্যজাতের মৃদেহটি কোনও ব্যাক্তি এদিন সকালে তামলা ব্রিজ থেকে নালাতে ফেলে দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর অনুমান ৫ – ৬ মাসে বয়স হবে ওই সদ্যজাত শিশুটির। এলাকাবাসী এই পাপকর্মে যুক্ত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
Like Us On Facebook