দুর্গাপুর সিটি সেন্টারে দুই টোটো চালকের মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তেজনা। এক টোটো চালককে পাথরের চাঁই ছুড়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনায় বি-জোনের আইনস্টাইনের বাসিন্দা গণেশ বাড়ুই নামে এক টোটো চালককে আটক করল সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পুরো ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সিটি সেন্টারের অটো ও টোটো চালকদের মধ্যে।
Like Us On Facebook