মঙ্গলবার দুর্গাপুরের সিটি রেসিডেন্সিতে মিস সাউথ বেঙ্গল ২০১৭-র অডিশন হল। জানা গেছে বাংলা ছাড়াও বিহার ও ঝাড়খন্ড থেকে প্রতিযোগিরা অংশ গ্রহণ করেন এই অডিশনে। মোট ৩৭ জন প্রতিযোগী মিস সাউথ বেঙ্গল ২০১৭ প্রতিযোগিতায় অডিশনে অংশ নিয়েছিলেন। মঙ্গলবার ৩৭ জনের মধ্যে ১৩ জন নির্বাচিত হয়েছেন চূড়ান্ত পর্বের প্রতিযিগিতার জন্য। আগামী ১৪ মে সিটি সেন্টারের সৃজনীতে চূড়ান্ত পর্বের প্রতিযিগিতা অনুষ্ঠিত হবে।
Like Us On Facebook