স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুর্গাপুর রেল স্টেশন চত্বরে নাশকতা রুখতে জিআরপি এবং আরপিএফ-এর যৌথ উদ্যোগে তল্লাশি শুরু হয় বুধবার সন্ধ্যা থেকে। এদিন আরপিএফ এবং জিআরপির আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি হয়। উপস্থিত ছিলেন আসানসোল জিআরপি ডিএসপি উজ্জ্বল দাস সহ অন্যান্য আধিকারিকরা। রেল স্টেশন চত্বরে একাধিক গাড়ির ডিকি খুলেও চলে চেকিং। লাগাতার এই অভিযান চলবে বলে জিআরপি এবং আরপিএফ সূত্রের খবর। দুর্গাপুর রেল স্টেশন চত্বরে যাত্রীদের ব্যাগ খুলে দেখা হয়। স্বাধীনতা দিবসের আগে এভাবেই তল্লাশি চলবে বলে জানা গেছে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে রেল পুলিশ দুর্গাপুর রেল স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালানোর সময় ধরা পড়ল এক যুবক। তার কাছে ছিল ২২৫ বোতল মাদক। বুধবার সকালে তল্লাশির সময় সন্দেহভাজন এক যুবকের ব্যাগ খুলতেই ২২৫ টি ফেন্সিডিলের বোতল উদ্ধার হয় বলে সূত্রের খবর। রেল পুলিশ সুত্রে জানা গেছে, ওই যুবক বিহার থেকে আসছিল। ওই যুবককে গ্রেফতার করে রেলপুলিশ তাকে আসানসোল জেলা আদালতে পাঠায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তদন্ত চালাচ্ছে রেল পুলিশ।