কাঁকসার গোপালপুর বিট অফিসের উদ্যোগে ত্রিলোকচন্দ্রপুর গ্রামে গ্রামবাসীদের আর্থিক অনুদান দেওয়া হল বনদফতরের পক্ষ থেকে। শুক্রবার ১৮০ জনের হাতে পনেরশো টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, এক সময় কাঁকসার ঘন জঙ্গল এলাকার আশেপাশে যে সমস্ত জনবসতি রয়েছে সেই সমস্ত জনবসতির বাসিন্দারা বেআইনিভাবে জঙ্গলের গাছ কেটে নিয়ে যেতেন। সেই কারণে প্রচুর পরিমাণে ক্ষতি হত বন সম্পদের। বনদফতরের পক্ষ থেকে কাঁকসার বিভিন্ন গ্রামে বন সম্পদ রক্ষা করার জন্য গ্রামবাসীদের সহযোগিতায় বনরক্ষা কমিটি গঠন করা হয়। সেই বনরক্ষা কমিটি কাঁকসার যে সমস্ত জঙ্গল এলাকা রয়েছে, সেই সমস্ত জঙ্গলের গাছ এবং বনের সম্পদ রক্ষা করেন। তাই এবার বনদফতরের পক্ষ থেকে ওই সমস্ত গ্রামের মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হল। বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, গ্রামবাসীদের সহযোগিতায় বনের সম্পদ রক্ষা করার ফলে প্রতিবছর বনের সম্পদ বিক্রি করার পর যে পরিমাণ অর্থ লাভ হতো বনদফতরের সেই লাভের কিছুটা অংশ গ্রামের মানুষদের মধ্যে বিতরণ করা হয়।

Like Us On Facebook