কাঁকসার প্রয়াগপুর থেকে ছাগল চোর সন্দেহে ৩ জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। শুক্রবার দুপুরে রেল পাড়ের ৩ যুবক টোটো নিয়ে কাঁকসার প্রয়াগপুর এলকায় ছাগল চুরি করতে আসে বলে অভিযোগ। স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা তাড়া করে ওই তিন যুবককে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছলে কাঁকসা থানার পুলিশের হাতে ওই তিন যুবককে তুলে দেয় স্থানীয়রা। ছাগল চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই তিন যুবককে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। একটি টোটো আটক করা হয়েছে। ধৃতরা সকলেই কাঁকসার রেলপাড়ের বাসিন্দা বলে জানা গেছে।
Like Us On Facebook