এবার পথ দুর্ঘটনার বলি হলেন খোদ ট্রাফিক দপ্তরের ওসি। ঘটনাটি ঘটেছে ডিভিসি মোড়ের খাটালের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ বাইকে চেপে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে বিধাননগর যাওয়ার পথে ডিভিসি মোড়ের খাটালের কাছে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণের ওসি (ট্রাফিক) শশিভূষণ তেওয়ারির (৪৭)। বাইকটি চালাচ্ছিলেন শশিভূষণ বাবুর ছেলে অবিনাশ তেওয়ারি। এই ঘটনার পর অবিনাশবাবুকে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ও দুর্গাপুরের ডেপুটি কমিশনার অভিষেক মোদী দ্রুত ঘটনাস্থলে যান। পুলিশ ঘাতক ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে।
অন্য একটি সূত্র থেকে জানা গেছে, ডিভিসি মোড়ের খাটালের কাছে অবিনাশ বাবুর বাইকটি কোন কারণে ভারসাম্য হারিয়ে ফেললে অবিনাশ বাবু বাঁদিকে এবং শশিভূষণ বাবু ডানদিকে পড়ে যান। সেই সময় পিছন থেকে একটি দ্রুতগতিসম্পন্ন ট্রাক এসে পিষে দেয় শশিভুষণ বাবুর মাথা।