স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (সেল) কর্মাশিয়াল ডিরেক্টর সোমা মন্ডল শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) পরিদর্শন করলেন। এদিন তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার হুইল অ্যান্ড অ্যাক্সেল প্ল্যান্ট ও মিডিয়াম স্ট্রাকচারাল মিল পরিদর্শন করেন। ডিএসপি’র সিইও একে রথ সহ অন্যান্য আধিকারিকরাও এদিন একই সঙ্গে কর্মাশিয়াল ডিরেক্টরের সাথে দুই বিভাগে পরিদর্শনে যান। স্টিল সেক্টরের দুর্দিনেও সোমাদেবী ডিএসপি’র অত্যাধুনিক ব্যবস্থা ও উৎপাদনী ক্ষমতা দেখে সংস্থার আধিকারিক ও কর্মীদের কাজের ভূয়শী প্রশংসা করেন।
Like Us On Facebook